By Sayani Rana
Published 19 Jan, 2025
Hindustan Times
Bangla
ফের শুরু হয়েছে বিয়ের মরশুম। এই সময় নিজেকে নতুন নতুন সব ট্রেন্ডিং ব্লাউজে সাজিয়ে তুলতে দেখে নিন ডিজাইন।
মহিলারা বিয়ের মতো অনুষ্ঠানে ট্রেন্ডি পোশাকে নিজেদের সাজিয়ে তুলতে ভালোবাসেন।
এ রকম ধরনের ভি-আকৃতির স্লিভলেস ব্লাউজ ট্রাই করতে পারেন, বেশ অন্যরকম দেখাবে।
Pinterest
২০২৫ সালের শুরুর দিকে এই প্রিন্টেড ব্লাউজগুলো সবার নজর কাড়ছে। বিভিন্ন রঙের শাড়ির সঙ্গেই এই ব্লাউজ অনায়াসে পরতে পারেন।
সাধারণ পাফড-হাতা ডিজাইনের ব্লাউজও পরতে পারেন। সাধারণ রঙ শাড়ির সঙ্গে বেশ মানানসই হয়।
ভেলভেট ব্লাউজের ট্রেন্ড আজও কমেনি, তাই এটি দিয়েও দারুণ স্টাইলিং করতে পারেন।
ব্রাইডাল ব্লাউজগুলি যে কোনও উৎসবের জন্য একেবারে পারফেক্ট।
সিল্ক শাড়ির সঙ্গে এই ধরনের সাধারণ ডিজাইনের ব্লাউজ আপনার লুকে আরও সুন্দর করে তুলবে।
এই ধরণের ভি-আকৃতির ডিজাইনার ব্লাউজগুলি আজকাল ভীষণ ট্রেন্ডিং।
সিল্ক শাড়ির জন্য এই ধরনের স্লিভলেস ব্লাউজগুলি আপনার সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে।
বোট নেক এবং সুইটহার্ট নেকলাইন ডিজাইন বর্তমানে ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন