Hindustan Times
Bangla

IPL 2025 Auction: নিলামে নামই উঠল না অ্যান্ডারসনের, দল পেলেন না এই ১০ বিদেশি তারকা

সুপারস্টার হওয়া সত্ত্বেও আইপিএল ২০২৫-এর মেগা নিলামে অবিক্রিত থাকেন এই ১০ বিদেশি ক্রিকেটার।

২ কোটি টাকা বেস প্রাইসের ডেভিড ওয়ার্নারকে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।

২ কোটি টাকা বেস প্রাইসের ব্রিটিশ উইকেটকিপার জনি বেয়ারস্টো অবিক্রিত থাকেন।

২ কোটি টাক বেস প্রাইসের কিউয়ি তারকা কেন উইলিয়ামসন দল পাননি নিলামে।

২ কোটি টাকা বেস প্রাইসের জেমস অ্যান্ডারসনের নামই ওঠেনি নিলামে।

২ কোটি টাকা বেস প্রাইসের মুস্তাফিজুর রহমান অপ্রত্যাশিতভাবে অবিক্রিত থাকেন।

৩০ লক্ষ টাকা বেস প্রাইসের উন্মুক্ত চাঁদ আমেরিকার ক্রিকেটার হিসেবে নাম দিয়েও নিলামে অবিক্রিত থাকেন। তাঁর নামই ওঠেনি।

২ কোটি টাকা বেস প্রাইসের স্টিভ স্মিথকে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।

১ কোটি ২৫ লক্ষ টাকা বেস প্রাইসের সিকন্দর রাজা অবিক্রিত থাকেন।

১ কোটি টাকা বেস প্রাইসের শাকিব আল হাসানের নামই ওঠেনি আইপিএল নিলামে।

১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের টিম সাউদিরও নাম ওঠেনি মেগা নিলামে।