Hindustan Times
Bangla

সাতপাকে বাঁধা পড়লেন শ্বেতা ভট্টাচার্য-রুবেল দাস, দেখুন বিয়ের নানান মুহূর্ত…।

বৈদিক রীতি মেনে বিয়ে করেন শ্বেতা-রুবেল, তাঁদের বিয়ে দেন নন্দিনী ভৌমিক।

তখন শ্বেতার সিঁথিতে সিঁদুর দিচ্ছিলেন রুবেল দাস। 

একইভাবে রুবেলের সিঁথিতেও সাম্যের সিঁদুর ছুঁইয়ে দেন শ্বেতা ভট্টাচার্য।

তখন বিয়ের খই পোড়ানোর রীতি পালন করছিলেন শ্বেতা-রুবেল।

শ্বেতার হাত ধরে সাতপাক ঘোরার মুহূর্তে রুবেল দাস।

'যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব'।

এদিন নাচতে নাচতে বিয়ে করতে ঢোকেন রুবেল দাস।

এদিন নাচতে নাচতে বিয়ে করতে ঢোকেন শ্বেতাও।

শ্বেতা-রুবেলের মালাবদলের মুহূর্তে…।