By Laxmishree Banerjee
Published 11 Jun, 2024
Hindustan Times
Bangla
ঘরে বসেই দেখুন আইসিসি টি২০ বিশ্বকাপ, উপায় রইল এখানে।
২ জুন থেকে শুরু হয়েছে আইসিসি টি২০ বিশ্বকাপ।
ডিসনি+ হটস্টার ভারতে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং করছে।
ডিজনি + হটস্টার বলেছে যে ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ্লিকেশনে বিনামূল্যে বিশ্বকাপের সমস্ত ম্যাচ দেখতে পাবেন।
তবে, স্মার্ট টিভি বা ল্যাপটপে টি- টোয়েন্টি বিশ্বকাপ দেখতে হলে ডিজনি + হটস্টারের মেম্বারশিপ নিতে হবে।
অ্যাপটির ৭২০ পিক্সেল মোবাইল প্যাকের দাম ৩ মাসের জন্য ১৪৯ টাকা এবং প্রতি বছর ৪৯৯ টাকা।
এটির ১০৮০ পিক্সেল সুপার প্যাকের দাম প্রতি ৩ মাসে ২৯৯ টাকা এবং প্রতি বছরে ৮৯৯ টাকা।
২১৬০ পিক্সেল প্রিমিয়ামের দাম প্রতি মাসে ২৯৯ টাকা, প্রতি তিন মাসে ৪৯৯ টাকা এবং বছরে ১,৪৯৯ টাকা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন