Hindustan Times
Bangla

প্রয়োজনের চেয়ে বেশি জল খেলে এইসব ক্ষতি হয়, আজ নিজেই জেনে নিন।

প্রয়োজনের চেয়ে বেশি জল খেলে এই সব ক্ষতি হয়, আজ নিজেই জেনে নিন।

শরীরকে হাইড্রেটেড রাখতে জল সবচেয়ে গুরুত্বপূর্ণ। জল ছাড়া বেঁচে থাকা কঠিন।

এমন পরিস্থিতিতে অনেক সময় মানুষ শরীরের প্রতি বেশি সচেতন হওয়ার কারণে প্রয়োজনের চেয়ে বেশি জল পান করতে শুরু করেন। কিন্তু এর ফলে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

আপনিও যদি প্রয়োজনের চেয়ে বেশি জল পান করেন, তাহলে আমরা আপনাকে বলছি অতিরিক্ত জল পানের কুফল সম্পর্কে...

বেশি জল খেলে শরীরে লবণ অর্থাৎ সোডিয়াম ও ইলেক্ট্রোলাইটের পরিমাণ কমে যায়।

এর ফলে ওভারহাইড্রেশন হয় যা সরাসরি কিডনিকে প্রভাবিত করে। অতিরিক্ত জল খেলে কিডনিতে উপস্থিত আরজিনাইন ভ্যাসোপ্রেসিনের মাত্রা প্রভাবিত হয়, যা কিডনির ক্ষতি করে।

প্রয়োজনের চেয়ে বেশি জল খেলে শরীরের কোষে জল জমে যায়, যার ফলে শরীর ফুলে যায়।

বেশি জল খেলে মহিলাদের শরীরে হরমোন বেড়ে যায়। রক্তের ঘনত্বও কমতে থাকে।

বিশ্বকাপে টানা দশটা ম্যাচ জয়ের পরে ফাইনালে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে এই হারটাই কিছুতে মানতে পারছেন না কেএল রাহুল।

এই ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রাহুল।

১০৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। তাঁর রানের সুবাদে স্কোর বোর্ডে ভারত ২৪০ রান তুলেছিল।

এরপরে উইকেটে পিছনে থেকেও ভালো পারফরমেন্স করছিলেন তিনি। তবে সফল হতে পারেনি তাঁর দল। 

ম্যাচের পরে মাঠেই হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি। মাঠে তাঁর হতাশা লক্ষ্য করা গিয়েছিল। 

কেএল রাহুল টুর্নামেন্টে ৭৫.৩৩ গড়ে ৪৫২ রান করেছিলেন।

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ হারার পর নিজের প্রথম পোস্ট লিখতে গিয়ে কেএল রাহুল লেখেন,  ‘এখনও কষ্ট হচ্ছে।’