Hindustan Times
Bangla

ত্বকের বহু ঝামেলা মিটিয়ে দিতে পারে তরমুজ, কায়দাগুলো জানলে অবাকই হবেন

গ্রীষ্মকালীন ত্বকের যত্ন নিতে ব্যবহার করতে পারেন তরমুজ। জানেন কীভাবে?

ত্বকের যত্ন নিতে তরমুজ ব্যহারের বেশ কিছু উপায়

ফেস মিস্ট

তরমুজের থেকে দুর্দান্ত ফেস মিস্ট তৈরি করা যায়। একটি তরমুজ ব্লেন্ড করে ছেঁকে নিন। স্প্রে বোতলে ঢেলে ফেসিয়াল মিস্ট হিসেবে ব্যবহার করুন।

সুগার স্ক্রাব

নারকেল তেল এবং চিনির সঙ্গে তাজা তরমুজের রস মেশান। আলতো করে ত্বকে স্ক্রাব লাগান। এক্সোফটিয়েট করুন। এরপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। 

মুখের মাস্ক

মধু এবং দইয়ের সঙ্গে কয়েকটি তরমুজ ব্লেন্ড করুন। মিশ্রণটি মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।