By
Published 31 May, 2023

Hindustan Times
Bangla

বুধবারে করুন এই বিশেষ কাজ, কেটে যাবে সব বাধা

বুধবার বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং গণেশ হল বুধ গ্রহের অধিপতি। এই দিনে বিশেষ কিছু টোটকা পালন করলে ব্যক্তির বুধ গ্রহ শক্তিশালী হয়।

বুধ গ্রহের প্রভাব

শাস্ত্র অনুসারে, একজন মানুষের কর্মজীবনের সাফল্য, ব্যবসায়িক উন্নতি সবকিছু নির্ভর করে বুধ গ্রহের উপরে। 

বুধবারের টোটকা

আসুন জেনে নেই সুখ-সম্পদ, সৌভাগ্য ও ধনসম্পদ বৃদ্ধির জন্য কী কী করবেন-

পোশাকের রং

বুধ গ্রহ কুণ্ডলীতে দুর্বল হলে বুধবার সবুজ রং-এর পোশাক পরুন। অন্তত সবুজ রঙের রুমাল রাখুন সঙ্গে। 

গোরুকে খাওয়ান

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বুধবার গোরুকে সবুজ ঘাস খাওয়ালে বুধ গ্রহ শক্তিশালী হয়। জীবনের প্রতিটি কাজে সাফল্য আসে। 

গণেশ মন্দিরে পুজো

বুধবার গণেশ মন্দিরে গিয়ে কপালে সিঁদুরের তিলক লাগান। এর সঙ্গে ভগবানকে মোদক বা লাড্ডু নিবেদন করুন। 

দূর্বা নিবেদন

প্রতি বুধবার গণেশ মূর্তির সামনে ১১ বা ২১টি দূর্বা অর্পণ করুন। 

শাস্ত্র অনুসারে এগুলি মেনে চললে ভগবান গণেশ প্রসন্ন থাকেন। জীবনের সমস্ত অসুবিধে দূর হয়। 

এই প্রতিকারগুলি অর্থলাভের পথও খুলে দেয়।