Hindustan Times
Bangla

খাবারে মাখন-আচার মেশান সলমন, এমন অদ্ভুত খাবার খান বলিউডের অনেকেই

বলিউড অভিনেতাদের রয়েছে কিছু অদ্ভুত খাদ্যাভ্যাস, যা জানলে আপনিও অবাক হবেন।

দই খেতে খুব পছন্দ করেন আলিয়া ভাট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী সবচেয়ে বেশি পছন্দ করেন দই ভাত। তবে তিনি যে কোনও খাবারের সঙ্গে দই নিতে ভোলেন না।

চামচ বা কাঁটা ছাড়া খাবার খান না অজয় দেবগন। আসলে, তিনি ভয় পান হাতে দুর্গন্ধ হতে পারে,  যে কারণে তিনি বারবার হাত পরিষ্কার করতে থাকেন।

খাওয়ার সময় শাহরুখ খানকে কখনই সেলফির জন্য জিজ্ঞাসা করবেন না, কারণ কিং খান খাওয়ার সময় ছবি তুলতে পছন্দ করেন না। তিনি খুব শান্তভাবে খাবার খেতে পছন্দ করেন।

সলমন খান গরম খাবার খেতে ভালোবাসেন। তবে উচ্ছিষ্ট খাবারে মাখন ও আচার মিশিয়ে খেতেও তিনি পছন্দ করেন।

শাহিদ কাপুর কফি পছন্দ করেন। তিনি দিনে ১০ থেকে ১২ কাপ কফি পান করেন।

সিদ্ধার্থ মালহোত্রা গোলাপ জামের সঙ্গে আমের আচার খেতে খুব পছন্দ করেন।

টাটকা ফল খেতে ভালোবাসেন জিতেন্দ্র। সম্ভবত এই কারণেই ৮১ বছর বয়সেও এতটা ফিট দেখায় তাঁকে।

ফিটনেস ফ্রিক টাইগার শ্রফ। প্রতিদিন সকালের টিফিনে ডিম খান তিনি। সকালে প্রায় ৮ থেকে ১২টি ডিম খান।