By Priyanka Bose
Published 29 Aug, 2023

Hindustan Times
Bangla

কারও সাবান সংগ্রহের শখ, কারও জুতো কেনার, সেলেবদের এই ‘অদ্ভুত’ অভ্যাসগুলি অবাক করবে

 শখের দাম আশি টাকা তোলা! তারকাদেরও আছে শখের হাঁড়ি। বলিউডের নামিদামি তারকাদের এমন কিছু শখ আছে, যা কল্পনাও করতে পারবেন না। 

বলিউড অভিনেতা অক্ষয় কুমার প্রতিটা কাজ শুরু করার আগে ওম লেখেন।

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের একাধিক শখ আছে। নেটওয়ার্কের সমস্যা যাতে কাবু করতে না পারে, সেটা নিশ্চিতে অনেকগুলি ফোন সঙ্গে রাখেন তিনি। বিগ বি ঘড়ি পরতেও ভালোবাসেন। তাঁর ঘড়িতে ভারতের সময়ের পাশাপাশি যে দেশে যান, সেখানকার সময়ও থাকে।

জুতোর প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের ভালোবাসার কথা কমবেশি সবারই জানা। তবে অবাক হবেন এটা জেনে যে, ঘুমানোর সময় ছাড়া বাকি সব সময়ই তাঁর পায়ে জুতো থাকে! তবে নানারকম গ্যাজেট আর ভিডিয়ো গেমের প্রতি আসক্তি আছে।

বলিউড সুপারস্টার সালমান খান। তাঁর রয়েছে সাবান জমানোর অদ্ভুত শখ। দেশ-বিদেশের নানারকম সাবান তাঁর সংগ্রহে রয়েছে। ফল এবং শাক-সবজির রস থেকে তৈরি সাবান সলমনের সবচেয়ে প্রিয়।

গোলাপ জামের সঙ্গে আমের আচার খেতে পছন্দ করেন সিদ্ধার্থ মালহোত্রা। 

কুকুর বা বিড়াল নয়, বাড়িতে একটি অজগর সাপ পোষেন সুস্মিতা সেন। 

জুতো শখ রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। অভিনেত্রীর এক লাখের বেশি জুতোর কালেকশন রয়েছে।