Hindustan Times
Bangla

ভরসা রাখছেন কি গর্ভনিরোধক পিলের উপর? হতে পারে এই ৫ অসুবিধা

গর্ভনিরোধক পিল অনেক মহিলাই নিয়মিত খেয়ে থাকেন। কিন্তু এই পিল সম্পর্কে নানা ধরনের ধারণা রয়েছে অনেকের।

 অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ঝুঁকি রোধে বহুল ব্যবহৃত অত্যন্ত কার্যকর ও নিরাপদ পদ্ধতি হলো ইমার্জেন্সি কনট্রাসেপটিভ পিল (ইসিপি)

ওভার দ্য কাউন্টার (ব্যবস্থাপত্র ছাড়াই কেনা যায় এমন) ওষুধ হিসেবে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অরক্ষিত শারীরিক সম্পর্কের ৭২ (তিন দিন) থেকে ১২০ (পাঁচ দিন) ঘণ্টার মধ্যে ব্যবহার করা যায়। 

গর্ভনিরোধক পিল স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর? জেনে নেওয়া যাক-

এই ধরনের পিলের পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম। তাও কিছু ক্ষেত্রে মাথাব্যথা, খিদে না পাওয়া, সামান্য স্পটিং বা ব্লিডিং দেখা যেতে পারে। সাধারণত পাঁচ-সাত দিনের মধ্যেই এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলি কমে আসে। 

চিকিৎসকেরা বলছেন, ক্রমাগত বেশি মাত্রায় জন্মনিয়ন্ত্রক পিল খেলে হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

কন্ট্রাসেপটিভ পিল  খেলে অনেক মহিলার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।

প্রতিটি ওষুধের ক্ষেত্রবিশেষে বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই জরুরি গর্ভনিরোধক ব্যবস্থাপত্র ছাড়া কেনার সুযোগ থাকলেও এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের সুবিবেচিত হতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

সাধারণ তথ্যের উপর ভিত্তি করে এই খবর। কোনও নির্দিষ্ট তথ্যের  জন্য উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।