By Suman Roy
Published 9 Feb, 2025
Hindustan Times
Bangla
IMDB রেটিং অনুসারে শাহরুখ খানের সেরা ১০টি সিনেমা কী কী?
স্বদেশ ছবিটি প্রথম স্থানে রয়েছে। এই সিনেমাটি IMDb-তে ৮.২ রেটিং পেয়েছে।
শাহরুখ খানের ছবি চক দে ইন্ডিয়া ৮.১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটি IMDb-তে ৮.০ রেটিং পেয়েছে।
চতুর্থ স্থানে রয়েছে শাহরুখ খানের ছবি মাই নেম ইজ খান। এটি ৭.৯ রেটিং পেয়েছে।
কাল হো না হো ছবিটিও IMDb থেকে একই ৭.৯ রেটিং পেয়েছে।
বীর জারা ছবিটি ষষ্ঠ স্থানে রয়েছে। এটি ৭.৮ নম্বর পেয়েছে।
সপ্তম স্থানে রয়েছে কভি খুশি কভি গম। ছবিটি IMDb থেকে ৭.৬ রেটিং পেয়েছে।
শাহরুখ খানের ডর ছবিটিও ৭.৬ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে।
এরপর আসছে দেবদাস ছবিটি। এই সিনেমাটির রেটিং ৭.৫।
কুছ কুছ হোতা হ্যায় ছবিটিও একই ৭.৫ রেটিং পেয়েছে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন: