By Sanjib Halder
Published 10 Dec, 2024
Hindustan Times
Bangla
আরও জটিল হয়ে উঠছে আনোয়ার আলির ইস্যু। কোনও ভাবেই সমাধান পাওয়া যাচ্ছে না।
আগেই রঞ্জিত বাজাজ বলেছিলেন আনোয়ার আলির বিষয়টা এত সহজে মিটবে না।
এখন যেন রঞ্জিত বাজাজের কথাটাই সত্যি প্রমাণ হচ্ছে।
মঙ্গলবার ১০ ডিসেম্বর, আনোয়ার আলির বিষয়ে দিল্লি হাইকোর্টে শুনানি হয়েছিল।
সেখানে ঠিক হয়েছে পিএসসির পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর।
যা PSC দ্বারা খারিজ করা হয়েছিল সেটি পাল্টা দাবি করেছিল মোহনবাগান সুপার জায়ান্টস
বিষয়টি এখন দিল্লি হাইকোর্ট দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছে।
PSC কে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে যে কোনটি সঠিক সিদ্ধান্ত সেটি জানাতে হবে।
এর মাঝেই আবার দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল ক্লাব বড় পদক্ষপ নিয়েছে
তাদের তরফ থেকে আপিল কমিটির সামনে আপিল দায়ের করা হয়েছে।
১০ দিনের মধ্যেই সেখানে আনোয়ার আলির শুনানি শুরু হবে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন