Hindustan Times
Bangla

হজেও যান না, রোজাও রাখেন না, তার পরেও এঁরা মুসলমান! কারা তাঁরা

ইসলামে রামজান মাসকে পবিত্র বলে গণ্য করা হয়। এই মাসে রোজাও পালন করা হয়। অধিকাংশ মুসলমান হজ যাত্রায় যান।

মুসলমানদের একটি অংশ রয়েছে যারা রামজান মাস পালন করেন না। রোজা রাখেন না বা হজেও যান না।

শুধু তাই নয়, এই মুসলিমরা জালের টুপিও পরেন না। মহিলারা বোরখা না  পরে সাধারণ পোশাক পরেন।

এই ধরনের মুসলমানদের বলা হয় ইসমাইলি মুসলমান, শিয়া-ইসলামের একটি উপ-সম্প্রদায়। একে খৌজা মুসলিম, আগাখানি মুসলিম এবং নিজারি মুসলিমও বলা হয়।

এই ধরনের মুসলিমদের মসজিদ নেই, জামাতখানা আছে। দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, ইসমাইলি মুসলমানরা রমজানে বিশ্বাস করেন না। কারণ তাঁরা বিশ্বাস করেন বছরের ৩৬৫ দিনই একমাত্র ঈশ্বরের।

প্রতিবেদনে বলা হয়, ইসমাইলি মুসলমানরা ৯৫০ বছর আগে আফগানিস্তানের খাইবার প্রদেশ থেকে সিন্ধু প্রদেশে আসেন এবং তারপর ভারতে আসেন।

ইসমালইলি মুসলমানদের এমনভাবে লালন-পালন করা হয় যে তাঁদের রাজনৈতিক বিবাদে জড়ানো নিষিদ্ধ।

ইসমালইলি মুসলমানরা জামাতখানায় ইবাদত করে, যেখানে নারী পুরুষদের কোনও পার্থক্য নেই। সবাই একসাথে বসে নামাজ পড়ে।