Hindustan Times
Bangla

এশিয়া কাপে সর্বোচ্চ রান করা শুভমন গিল পড়াশোনাতেও পিছিয়ে নন, কত দূর পড়েছেন তিনি

ODI এশিয়া কাপ ২০২৩-এ সর্বোচ্চ রান করেছেন তরুণ ব্যাটসম্যান শুভমন গিল। 

ক্রিকেটে পাকা হাত এই ছেলের শিক্ষাগত যোগ্যতা কত জানেন? জেনে নেওয়া যাক-

১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর পঞ্জাবের ফজিলকার জন্মগ্রহণ করেন শুভমন গিল।

শুভমনের বাবা লখবিন্দর গিল পেশায় কৃষক। তাঁর মা কিরাত গিল একজন গৃহিণী। তাঁর বোন শেহনীল গিল সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়।

শৈশবে ক্রিকেটের প্রতি শুভমনের ভালোবাসা দেখে গিলের পরিবার তাঁকে অনুশীলনের জন্য মোহালিতে নিয়ে চলে যান।

মোহালির মানব মঙ্গল স্মার্ট স্কুলে পড়াশোনা করেছেন শুভমন। একাধিক খবরের রিপোর্ট অনুযায়ী, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে স্নাতক।

মাত্র ১৭ বছর বয়সে অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের জন্য এবং অনুর্ধ্ব ১৯ WC ২০১৮-এর জন্য সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত হন।