By Laxmishree Banerjee
Published 12 Mar, 2025
Hindustan Times
Bangla
AM আর PM-র ফুল ফর্ম কী?
অনেক শিক্ষিত লোকও জানেন না এই দুই জনপ্রিয় শব্দের ফুল ফর্ম।
সময় রাত ১২ টার পরে হলে AM।
দুপুর ১২টার পরে হলে PM।
AM এবং PM দুই-ই সংক্ষিপ্ত রূপ, ল্যাটিন ভাষা থেকে এসেছে।
আমেরিকার মতো ইংরেজি ভাষার দেশে এই দু' টি শব্দ অনেক ব্যবহৃত হয়।
AM হল Ante Meridiem। দুপুরের আগে বা মধ্যাহ্নের আগের সময়।
PM হল Post meridiem। দুপুর বা মধ্যাহ্নের পরের সময়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন