By Priyanka Mukherjee
Published May 2, 2023

Hindustan Times
Bangla

২০৪ কোটির হিরের হার পরে মেট গালায় প্রিয়াঙ্কা! 

ফ্যাশন জগতের সবচেয়ে বড় উৎসব মেট গালা, সেখানে নজর কাড়ল প্রিয়াঙ্কার স্টাইল স্টেটমেন্ট

মেট গালার রেড কার্পেটে তিন নম্বরবার হাঁটলেন প্রিয়াঙ্কা, পরনে হাই স্লিটের কালো-সাদা ভ্যালেন্টিনো গাউন

তবে প্রিয়াঙ্কার সাজের এদিনের বিশেষত্ব ছিল গলার বুলগেরিয়ান হিরের হার

শেকলের মতো নকশা, অসংখ্য ছোট ছোট হিরের সমন্বয়ে তৈরি এই নেকপিস। মাঝে রয়েছে ১১.৪ ক্যারেটের একটি সুবিশাল হিরে

প্রিয়াঙ্কার এই হিরের নেকপিসের দাম ২৫ মিলিয়ান মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায়  প্রায় ২০৪ কোটি টাকা

মেট গালার আসরে পরা এই ২০৪ কোটির হার নিলামে তুলবেন পিগি চপস। কত কোটিতে বিক্রি হবে এটি? সেটা দেখবার

মেট গালার আসরেই নিকের সঙ্গে প্রথম আলাপ প্রিয়াঙ্কার, এদিন ফের একসঙ্গে সেই মঞ্চে তারকা দম্পতি