Hindustan Times
Bangla

আটা মেখেও সুন্দরী হওয়া যায়! শুধু জানতে হবে সঠিক উপায় 

বাড়িতে আটা তো থাকবেই। আর রূপচর্চায় এই আটাই কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। ফেস প্যাক থেকে ঘরোয়া স্ক্রাবার, সবই তৈরি করে নিতে পারবেন আপনি আটা দিয়ে। 

আটায় রয়েছে ভিটামিন বি, ভিটামিন ই, সালফার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সিলিকল, ক্লোরিন, কপার ও আয়োডিন। 

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে হবে আটা দিয়ে রূপচর্চা। 

আটার ফেসপ্যাক ১:- ৩ চামচ আটা, ৩ চামচ দুধ, ২ চামচ মধু ও ২ চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। ভালো করে মেশান যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। প্রয়োজনে আরেকটু দুধ দিন। এবার এই ফেসপ্যাক মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকে খুব ভালো কাজ করবে। 

আটার ফেসপ্যাক ২: এটি শুষ্ক ত্বকের জন্য আদর্শ। ৩ চামচ আটা, ১ চামচ  মধু, ২ চামচ টক দই, ১ চামচ কফি ও এক চিমটে কাঁচা হলুদ একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা সারা মুখে, ঘাড়ে-গলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। দেখবেন কীরকম ট্যান উঠে যাচ্ছে ম্যাজিকের মতো। 

বডি স্ক্রাবার: হাত ও পায়ের ট্যান তুলতে সম-পরিমাণ আটা ও গুঁড়ো কফি মিশিয়ে নিন। এবার দুধ দিয়ে গুলে নিন। খুব বেশি পাতলা করবেন না। গায়ে ও হাতে ভালো করে ঘষতে থাকুন। ৫-১০ মিনিট ঘষার পর রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে স্নান করে নিন।