Hindustan Times
Bangla

সোনা কিনছেন? সপ্তাহের কোন দিনে এটি কেনা শুভ! জানুন বাস্তু মচ 

কথায় বলে, সংসারে সমৃদ্ধি আনতে সোনা খুবই প্রভাব বিস্তার করে থাকে। ফলে সংসারে সোনার আগমন শুভ ফল নিয়ে আসে বলে মনে করা হয়।

সোনা ঘরে আনারও কিছু নিয়ম রয়েছে। আর সেই সমস্ত নিয়মের অন্যতম হল, সোনা কেনার বিশেষ দিন। দেখে সোনা কেনার জন্য কোন দিনটি শুভ।

সোনা এই দিনে কিনবেন না- বলা হচ্ছে,  শনিবার সোনা কেনা শুভ নয়। শাস্ত্র মতে এর নেপথ্য়ে রয়েছে কারণ।

শনিবার সোনা কিনলে তা সংসারে ব্যাপক ক্ষতি আনে বলে মনে করা হয়। কারণ হিসাবে বলে হয়, শনিতে সোনা আনলে সূর্যদেব রুষ্ট হন। 

সোনা কেনার শুভ দিন- সোনা কেনার শুভ দিন হল, বৃহস্পতিবার ও রবিবার। 

সোনা ঘরে আনলে তা নানানভাবে সুফল নিয়ে আসে বলেও মনে করা হয়।

এই প্রতিবেদনের  তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।