Hindustan Times
Bangla

দূর্বা ঘাস কোন বারে তোলা শুভ নয়? জানুন শাস্ত্র মত

রবিবার দিন শাস্ত্র মতে দূর্বা ঘাস তুলতে নিষেধ করা হচ্ছে। বলা হচ্ছে, মান্যতা রয়েছে এই বারে দূর্বা ঘাস তুললে তা শুভ ফল দেয় না।

মনে করা হয়, দূর্বা ঘাস রবিবার তুললে তার দোষ আসে ভাগ্যে। এমন মান্যতা রয়েছে।

দূর্বা ঘাস পরিচ্ছন্ন জায়গা থেকে তোলার কথা বলা হচ্ছে। এই ঘাস তোলার সময় তা গোড়া থেকে তোলা শুভ নয়, তিনটি শিস তোলার কথা বলা হচ্ছে। 

শাস্ত্র মতে বলা হচ্ছে, দূর্বাঘাস শুধুমাত্র গণপতির মূর্তিতে অর্পণ করা সঠিক নয়। এতে মঙ্গল হয়না গৃহস্থে।

এছাড়াও বলা হচ্ছে, দূর্বা ঘাস সব সময় ৩,৫,৭ টি করে অর্পণ করা উচিত। কোনও ছেঁড়া দূর্বা ঘাস অর্পণ করা উচিত নয়।