By Suman Roy
Published May 5, 2023

Hindustan Times
Bangla

অন্তর্বাসে রং ওঠা সাদা ছোপ? কোনও অসুখের লক্ষণ কি

অন্তর্বাসের তলার দিক থেকে রং উঠে যাচ্ছে? কোনও অসুখের লক্ষণ কি এটি?

অনেকেরই অন্তর্বাসের ছোট্ট জায়গার রং উঠে যায়। কাচার পরে শুকোতে দিলে সেটি আরও স্পষ্টভাবে দেখা যায়। 

এর কারণ কী? এটি কি কোনও স্বাভাবিক ঘটনা? নাকি কোনও অসুখের লক্ষণ?

নারী বা পুরুষ— উভয়ের ক্ষেত্রেই এই ঘটনা ঘটতে পারে। তবে মহিলাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি দেখা যায় এটি। 

অনেকেই অস্বস্তির কারণে এটি নিয়ে কথা বলতে পারেন না। এটি স্বাভাবিক ঘটনা নাকি কোনও অসুখের লক্ষণ?

যৌনাঙ্গ খুবই স্পর্শকাতর অংশ। খুব সহজেই এখানে নানা ধরনের সংক্রমণ ঘটতে পারে। এই সংক্রমণ আটকাতে শরীর নানাভাবে ব্যবস্থা নেয়। 

মহিলাদের যৌনাঙ্গ এমনভাবে তৈরি, সেখানে সারা ক্ষণই এমন তরল ক্ষরণ হতে থাকে, যা সমস্যা সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করতে পারে। 

ওই তরল কিছুটা Acidic বা অম্লধর্মী। পুরুষের এমন ক্ষরণ না হলেও, অনেক সময়েই মূত্র অন্তর্বাসে লেগে যায়। সেটিও কিছুটা অম্লধর্মী।

এই অম্লধর্মী তরলের কারণে রং উঠে যায়। এবং সাদা ছোপ পড়ে। এটি অসুখের লক্ষণ নয়, একেবারেই স্বাভাবিক ঘটনা।

এটি আটকানোর উপায় আছে কি?

অনেকেই মনে করেন, ক্ষারজাতীয় কোনও সাবান বা তরল দিয়ে যৌনাঙ্গ ধুলে এটি হয় না। 

চিকিৎসকরা এটি একেবারে বারণ করছেন। এতে অন্তর্বাসের রং হয়তো তাতে বাঁচে, কিন্তু যৌনাঙ্গের স্বাস্থ্যের বিরাট ক্ষতি হতে পারে এর ফলে। 

নানা ধরনের সংক্রমণ হতে পারে। তাই এই কাজ একেবারে অনুচিত।

বরং সাধারণ জল দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার করুন। তাতেই যথেষ্ট পরিমাণে কাজ হবে।