Hindustan Times
Bangla

ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমাকে চেনেন? রইল তাঁর আসল পরিচয়

বাবা হতে চলেছেন ক্রিকেটার ইশান্ত শর্মা। সন্তানসম্ভবা প্রতিমা সিং।

পেশায় একজন জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় প্রতিমা। বিয়ের ৬ বছর পর প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন দম্পতি। 

২০১১ সালে দিল্লির বাস্কেটবল অ্যাসোসিয়েশন লিগের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইশান্ত। বাস্কেটবলের সেই প্রতিযোগিতায় প্রথম দর্শনেই প্রতিমাকে ভালো লেগেছিল ইশান্তের।

প্রতিমার বাকি ৪ বোনও বাস্কেটবল খেলোয়াড়। তাঁর দিদি প্রিয়াঙ্কা বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পোর্টসে বাস্কেটবল কোচ। দিব্যা অনূর্ধ্ব ১৬ পুরুষ বাস্কেটবল দলের প্রশিক্ষক। মহিলাদের জাতীয় দলের অধিনায়ক প্রশান্তি। আকাঙ্ক্ষা এবং প্রতিমাও খেলছেন জাতীয় দলে।

ফেসবুকে ইশান্তের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে প্রায় ২ বছর সময় নিয়েছেন প্রতিমা। এর পর ধীরে ধীরে দু’জনের বন্ধুত্ব এবং সেখান থেকে প্রেমপর্ব শুরু হয়। বিয়ের প্রস্তাব দিতে খানিক সময় নিয়েছেন ইশান্ত।

২০১৬ সালে প্রতিমাকে বিয়ের প্রস্তাব দেন ইশান্ত। ৩ বছরের প্রেমপর্বের পরে ২০১৬ সালের জুন এনগেজমেন্ট সারেন। এর ৬ মাস পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

উত্তরপ্রদেশের মেয়ে প্রতিমা আদতে রাজপুত। ২০০৬ সালে বাস্কেটবলে জাতীয় দলে তাঁর আত্মপ্রকাশ জুনিয়র দলে। পরবর্তীতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলেও প্রথম সারির খেলোয়াড় ছিলেন তিনি।

২০০৬ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে, ২০০৬, ২০০৭ এবং ২০০৯ সালে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন প্রতিমা।  ২০১০ এশিয়ান গেমসেও ছিলেন তিনি।