By Priyanka Bose
Published 7 Jan, 2024
Hindustan Times
Bangla
ইমরান খানের সঙ্গে প্রেম-চর্চায় লেখা ওয়াশিংটন! কে এই সুন্দরী, রইল আসল পরিচয়
কখনও আইপিএলের মাঠে সঞ্চালকের ভূমিকায়, কখনও বা দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন লেখা ওয়াশিংটন।
অবন্তিকার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা ইমরান খানের সঙ্গে নাম জড়িয়েছে লেখার।
ইরা খান-নূপুর শিখরের বিয়েতে লেখা ওয়াশিংটনের সঙ্গে ইমরানের ছবি ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে।
কে এই লেখা ওয়াশিংটন। চিনে নিন-
১৯৮৪ সালের ৩০ এপ্রিল চেন্নাইয়ে জন্ম। চেন্নাই শহরে স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করে আমদাবাদে প্রোডাক্ট ডিজাইনিং নিয়ে পড়াশোনা শুরু করেন লেখা।
চেন্নাইয়ে বিভিন্ন মঞ্চে থিয়েটার করতেন লেখা। কখনও তামিল গানের ভিডিয়োতে, কখনও বা তামিল এবং তেলুগু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে লেখাকে।
আইপিএলের একটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন লেখা।
অভিনয়ের পাশাপাশি ২০১১ সালেনিজস্ব একটি প্রোডাক্ট ডিজাইনিংয়ের সংস্থা খোলেন তিনি।
২০১৭ সালের ১৮ নভেম্বর পাবলো বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন লেখা। কিন্তু তাঁদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন