Hindustan Times
Bangla

১২ বছরের বড়, বাবার ফিটনেস কোচের গলায় মালা দেবেন ইরা, চিনুন আমির খানের জামাইকে

বুধবার প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিয়ের পিঁড়িতে আমির খানের একমাত্র মেয়ে। মিস্টার পারফেকশানিস্টের জামাই আদপে তাঁর ফিটনেস কোচ

প্রেম নিয়ে রাখঢাক না-পসন্দ ইরার। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নূপুরের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন আমির কন্যে

পুণের মরাঠি পরিবারের ছেলে নূপূর, মুম্বইয়ের আরএ পোদ্দার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিকস থেকে পড়াশোনা করেছেন নূপুর 

ফিটনেস নিয়েও পড়াশোনা করেছেন  নুপূর, প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী তিনি

নাচের প্রতি নূপুরের ভালোবাসা এসেছ মায়ের থেকে। ইরার শাশুড়ি মা একজন নামী কত্থক ডান্সার

আমির কন্যে সদ্য পা দিয়েছেন ২৫-এ। বয়সে ১২ বছরের বড় তাঁর হবু বড়। ২০২২ সালের নভেম্বরে আংটি বদল সেরেছিলেন ইরা-নূপুর

নিউইয়র্কের মিউজিক কম্পোজার, প্রযোজক ও সংগীতশিল্পী মিশাল কৃপালানির সঙ্গে দু’বছরের প্রেম সম্পর্ক ছিল ইরার

সম্পর্ক ভাঙার পর ডিপ্রেশনে ছিলেন ইরা, নূপুরের হাত ধরে নতুন স্বপ্ন সাজিয়েছেন আমির কন্যে

এখন শুরু ইরা-নূপুরের চার হাত এক হওয়ার পালা।