Hindustan Times
Bangla

ভিন ধর্মে বিয়ে টেকেনি! ৬ বছরের ছোট সহবাস সঙ্গীর গলায় দেবেন মালা, রূপাঞ্জনার প্রথম স্বামীকে চেনেন? 

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন 'অনুরাগের ছোঁয়া'র লাবণ্য, এটা রূপাঞ্জনার দ্বিতীয় বিয়ে

অভিনেতা-পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে ২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন রূপাঞ্জনা, বয়সে ছোট প্রেমিককে আড়ালে রাখেননি

সিঙ্গল মাদার রূপাঞ্জনা ২০০৭ সালে বিয়ে করেছিলেন ভালোবেসে, তবে টেকেনি সেই বিয়ে

নিজের ভাঙা বিয়ে নিয়ে সেভাবে কথা বলেন না রূপাঞ্জনা। জানিয়েছেন তিনি ও তাঁর ১০ বছরের ছেলে রিয়ান অতীত ভুলেছেন

২০০৭ সালে রেজাউল হককে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। ২০১৩ সালের জুলাই মাসে রিয়ানের জন্ম দেন অভিনেত্রী

সন্তানের জন্মের পর আচমকাই ছন্দপতন দাম্পত্যে, অভিনেত্রীর কথায়, 'অন্তঃসত্ত্বা অবস্থা থেকেই আমি একা'। ২০১৭-১৮  সাল নাগাদ আইনি বিয়ে ভাঙে রূপাঞ্জনার

একা হাতেই ছেলেকে মানুষ করেছেন রূপাঞ্জনা। ছেলের কথা ভেবেই দ্বিতীয় বিয়ের  সিদ্ধান্ত তাঁর

বছর কয়েক আগে রূপাঞ্জনা জানিয়েছিলেন, মুসলিম ব্যক্তিকে বিয়ে করলেও নিজের ধর্ম বা নাম কোনওটাই বদলাননি তিনি

যদিও দাম্পত্য ভাঙার প্রকৃত কারণ খোলসা করেননি কোনওদিন, রাতুলের সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যেই বিয়ে সারবেন

বিয়ের তারিখ এখনই প্রকাশ্যে আনতে না-রাজ সূর্যর মা!