Hindustan Times
Bangla

কে এই নিম করোলি বাবা, তাঁর অলৌকিক ঘটনা স্তম্ভিত করবে

বিংশ শতাব্দীর একজন মহান আধ্যাত্মিক সাধক হিসেবে বিবেচিত হন নিম করোলি বাবা। শুধু তাই নয়, তাঁর ভক্তরা নিম করোলি বাবাকে হনুমানজির অবতার হিসেবেও মনে করেন।

 নিম করোলি বাবার প্রধান আশ্রম কৈঞ্চিতে অবস্থিত। এছাড়াও, বৃন্দাবনে তাঁর আশ্রম রয়েছে। ১৯৬৪ সালে তিনি কৈঞ্চি ধাম প্রতিষ্ঠা করেন। 

নিম করোলি বাবাকে ঘিরে একাধিক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে। তাঁর ভক্তরা এই ঘটনাগুলির বিবরণ দেন।

জানা গিয়েছে, একবার তাঁর কৈঞ্চি ধামে ভান্ডারে ঘি কম ছিল। সেই সময়ে তিনি নদী থেকে জল আনতে বলেন এবং সেই জলকেই ঘি-তে রূপান্তরিত করে দেন। 

কৈঞ্চি ধামে হনুমানের দর্শন করতে আসা ভক্তরা দেশলাইয়ের কাঠি আনতে ভুলে গিয়েছিলেন। তখন নিম করোলি বাবা কাঠি ছাড়াই আগুন জ্বালিয়ে দেখিয়েছিলেন।

হনুমানগড়ি মন্দির নির্মানের কাজ চলছিল। কিন্তু বৃষ্টির কারণে বাধা আসে। তখনই করোলি বাবা অলৌকিক ভাবে বৃষ্টি থামিয়ে দেন।

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রহন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য গ্রহণ করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।