Hindustan Times
Bangla

সিরাজের সঙ্গে প্রেম নিয়ে চর্চায়, আশা ভোঁসলের সুন্দরী নাতনিকে চিনুন

বিশ্ববিখ্যাত গায়িকা আশা ভোঁসলের সুন্দরী নাতনি এখন সংবাদ শিরোনামে, সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরেই চর্চা!

তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় এই সুন্দরী বর্তমানে লাইমলাইটে রয়েছেন।

 ৯১ বছর বয়সী আশা ভোঁসলের নাতনি ২৩ বছর বয়সী জনাই ভোঁসলে এখন ইন্টারনেটের নয়া সেনসেশন। 

জনাই ভোঁসলে তাঁর ঠাকুমা আশা ভোঁসলের মতো একজন গায়িকা। 

সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফলোয়ার সংখ্যা কম নয়, বেশ কয়েকটি অ্যালবামে গান গেয়েছেন জনাই

শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছে জনাই ভোঁসলের।

তাঁর প্রথম ছবি 'ছত্রপতি শিবাজি মহারাজ', যেটি পরিচালনা করছেন সন্দীপ সিং।

সোশ্যাল মিডিয়ায় জনাইয়ের বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২০ লক্ষেরও বেশি। 

গত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজের সঙ্গে নাম জড়িয়েছে জনাই ভোঁসলের।