Hindustan Times
Bangla

ট্রেনে কেন শুধু সাদা রঙের চাদর দেওয়া হয়? কারণটা অদ্ভুত

ট্রেনে এসি কোচে যাতায়াতকারী যাত্রীদের সাদা চাদর দেওয়া হয়। সাদা কাপড় খুব তাড়াতাড়ি নোংরা হয়। একই ভাবে অন্যান্য রঙের কাপড়ের চেয়ে সাদা চাদর দ্রুত নোংরা হয়।

আপনার মনে কি কখনও প্রশ্ন জেগেছে, ট্রেনে রঙিন চাদর দেওয়া হয় না কেন? কেন অন্যান্য রঙের পরিবর্তে ট্রেনে যাত্রীদের শুধু সাদা চাদর দেওয়া হয়?

ট্রেনে যাত্রীদের সাদা চাদর দেওয়ার অন্যতম কারণ হল নোংরা হওয়া। সাদা চাদর নোংরা হয়ে গেলে সাথে সাথেই জানা যায় চাদরটি ময়লা হয়েছে।

অন্যদিকে রঙিন চাদর ময়লা হলে দ্রুত শনাক্ত করা যায় না। 

ট্রেনে বিছানার চাদরগুলি হয় তাঁত এবং খাদির। এই ধরনের কাপড়কে সাদা করার জন্য ব্লিচ করা সবচেয়ে সহজ।

এই চাদরগুলি একসঙ্গে করে ধুয়ে ফেলা যায়। ব্লিচ করা সাদা চাদর বিবর্ণ হওয়ার ঝুঁকিও নেই।