By Suman Roy
Published 29 Apr, 2023

Hindustan Times
Bangla

টুপির ঠিক মাঝখানে কেন থাকে বোতাম? আবিষ্কারেই ছিল চমক

বেশির ভাগ টুপিরই উপরে মাঝখানটিতে থাকে একটি বোতাম। কেন থাকে এটি, জানেন কি?

pexel

সাধারণত ক্যাপ জাতীয় টুপির মাথার উপর একটি বোতাম থাকে। এই বোতামকে বলা হয় স্কোয়াচি।

pexel

বোতাম দেওয়া থাকলে অনেকেই মনে করেন টুপিটা দেখতে ভালো লাগে। তবে কেবল সেই কারণে টুপির মাথায় এই বোতাম দেওয়া থাকে না।

pexel

তৈরি সময়ে একই রকম কাপড়ের সমান মাপের টুকরোকে সেলাই করে জুড়ে বানানো হয় টুপি। তাতে টুপিটা পূর্ণ রূপ পায়। 

pexel

কাপড় সেলাই করলে সব টুকরো এবং সব সেলাই একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়। সেই বিন্দুটি থাকে ঠিক মাথার মাঝখানে।

pexel

ওই জায়গায় সব সেলাই জড়ো হয়ে থাকে। ওই জায়গাটা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে। নাহলে দেখতে খারাপ লাগতে পারে। তাই বসানো হয় বোতাম।

pexel

অনেক সময় টুপির কাপড়ের রঙের না হয়ে বোতামটি অন্য রঙেরও হয়। তাতে টুপির কাপড়ের রঙের সঙ্গে সেটি ভালো খাপ খায়।

pexel

টুপির সেলাইয়ের সংযোগস্থলকে ঢাকতে এবং টুপিটি পরার পর যাতে ভালো লাগে, সেটা নিশ্চিত করতে এই বোতাম লাগানো হয়।

pexel

pexel