By Priyanka Bose
Published 11 Nov, 2023

Hindustan Times
Bangla

সব তারকাদের গায়ে হাত রেখে ছবি! কেন সলমনের গায়ে হাত রাখলেন না ওরি

বলিউড তারকাদের সুপার ফেভারিট ওরি ওরফে ওরহান আওয়াত্রামনি।

সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফ্যান ফলোয়িং ওরির।

মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে বলিউডের নামী-দামী তারকাদের সঙ্গে ছবি দেখে গিয়েছে ওরির

সকল তারকাদের গায়ে হাত রেখে ছবি তুলেছেন ওরি

কিন্তু অবাক করার মতো বিষয় হল, সলমন খানের গায়ে হাত রেখে ছবি তোলেননি তিনি।

কেন সলমনের গায়ে হাত রেখে ছবি তোলেননি? সেই নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে।

আম্বানি পরিবারের সদস্য থেকে করণ জোহর সবার সঙ্গে সু-সম্পর্ক ওরির।

ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রার সঙ্গেও ছবি পোস্ট করেছেন ওরি