Hindustan Times
Bangla

কি-বোর্ডের 'স্পেসবার' সবথেকে বড় থাকে কেন? অবাক করা কারণ

কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডের স্পেসবার সবথেকে বড় হয়। কি-বোর্ডটি ল্যাপটপের সঙ্গেই যুক্ত থাকে এবং এটি কম্পিউটারের সঙ্গে আলাদাভাবে সংযুক্ত করতে হয়।

কম্পিউটার এবং ল্যাপটপে কি-বোর্ড না থাকলে টাইপ করা যাবে না। কি-বোর্ডে উপস্থিত প্রায় সমস্ত কি-গুলির আকার একই থাকলেও, এর স্পেসবারটি সবচেয়ে বড় থাকে! কিন্তু, কেন এমন?

কি-বোর্ডের স্পেসবারটি সাধারণত বাকি কি-গুলির চেয়ে বড় হয়। এমনকি এটি বাকি কি-গুলির তুলনায় বেশি ব্যবহৃত হয়। এছাড়াও এটি লেখার সময়ে শব্দগুলিকে পৃথক করার উপায় হিসাবে ব্যবহৃত হয়।

কিছু লেখার সময় দুটি শব্দের মাঝে স্পেস দিতে এই স্পেস বার ব্যবহার করা হয়। তাই স্পেসবার কি-বোর্ডের সবচেয়ে সুবিধাজনক জায়গায় রাখা হয়।  টাইপিংয়ে ক্ষেত্রেও স্পেসবার সবথেকে বেশি ব্যবহার করা হয়।

স্পেসবারটি সবচেয়ে সাধারণ একটা বাটন। স্পেসবার যথেষ্ট বড় না হলে লেখার ক্ষেত্রে অসুবিধা। যেমন- কেউ যদি স্ট্যান্ডার্ড টাইপিং কনফিগারেশন ব্যবহার করেন, 'F' কি-তে নিজের বাম তর্জনী এবং 'J' কি-তে নিজের ডান আঙুল দিলে নিজের উভয় থাম্বই অর্থাৎ বুড়ো আঙুল দিয়ে স্পেস বারে ক্লিক করতে পারবেন।

স্পেসবারটি এত বড় হওয়ার কারণ হল, এটি উভয় হাতে ক্লিক করার জন্য ডিজাইন করা হয়েছে। স্পেস না থাকলে কোনও শব্দ বোঝা মুশকিল। সহজ ভাষায় স্পেস বারটি এতই প্রশস্ত যে এটি উভয় হাতের বুড়ো আঙুল দিয়ে সহজেই ক্লিক করা যায় এবং এর কারণে টাইপিংয়ের গতিও ঠিক থাকে।