নিষ্ঠা নিয়ে পুজো করছেন, তবু ফল পাচ্ছেন না? এই ভুলগুলি করছেন না তো
অনেকে পুজো, ধর্মীয় আচার-অনুষ্ঠান, দান-খয়রাত করে। কিন্তু তাঁদের জীবন থেকে সমস্যা দূর হয় না।
তবে অনেকের মনে প্রশ্ন, কেন পুজো করেও পূণ্যের ফল পাওয়া যায় না? জেনে নেওয়া যাক-
কথিত আছে, ঘর বা বাড়ির মন্দিরে বাস্তুদোষ থাকলে পুজোর সঠিক ফল পাওয়া যায় না। পুজোর সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন। পুজোর সময় পরিষ্কার পোশাক পরুন।
যদি কোনও শুভ সময় নিয়মিত পুজো বা বিশেষ ধর্মীয় আচার পালন না করা হয়, তাহলে সেই ধরণের পুজো শুভ ফল দেয় না।
বাড়ির উপাসনার স্থান যেন সবসময় যাতায়াতের পথে না পড়ে। শাস্ত্র মতে, সবসময় জপ এবং তপস্যার জন্য নির্জন জায়গা বেছে নিন।
কেউ অকালে মারা গেলে তাঁকে অতৃপ্ত আত্মা বলে। নিয়মিত পুজো করলে সঠিক ফল পাওয়া না গেলে পরিবারে কোনও অতৃপ্ত আত্মা থাকতে পারে।
এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রহন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য গ্রহণ করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।