Hindustan Times
Bangla

লিটার লিটার জল খেয়েও তেষ্টা পাচ্ছে? কারণটা জানুন, উপেক্ষা করবেন না

গরম কালে তেষ্টা বেশি পায়। এই ঋতুতে শরীরকে হাইড্রেট রাখতে জল বেশি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

গরমের কারণে জল পিপাসা লাগা সাধারণ ব্যাপার। একেবারে ২-৩ গ্লাস জল পান করার পরও যদি তৃষ্ণা না মেটে, তাহলে তার কারণ অন্য কিছু হতে পারে।

কেন বার বার জল পান করলেও তৃষ্ণা মেটে না?

শরীরে জলের শূন্যতার সমস্যা হলে বার বার তৃষ্ণা পায়। দ্রুত জল পান করলেন অনেক ক্ষেত্রে তৃষ্ণা মেটে না।

মুখে পর্যপ্ত লালা না থাকলে মুখ বার বার শুকিয়ে আসে। এমন অবস্থায় বেশি জল খেলেও তৃষ্ণা মেটে না।

ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত রোগীর ঘনঘন প্রস্রাব হয়। যার কারণে শরীরে জলের অভাব হয় এবং দ্রুত তৃষ্ণা মেটে না।

রক্তাল্পতা সমস্যার কারণে শরীরে লোহিত রক্ত কণিকার ঘাটতি দেখা যায়। এর কারণে একজন ব্যক্তি অতিরিক্ত পিপাসা অনুভব করেন।

অনেক সময় বেশি মশলাযুক্ত খাবার খেলে হজমের সমস্যা দেখা দেয়। হজম করার জন্য শরীরে আরও জল প্রয়োজন। এক কারণেও প্রচণ্ড তৃষ্ণা পায়।

গ্রীষ্মকালে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। যার কারণে শরীরে রক্তাল্পতা দেখা দেয়। এ কারণে তৃষ্ণাও বেশি লাগে।

সাধারণ তথ্যের উপর ভিত্তি করে এই খবর। নির্দিষ্ট তথ্যের জন্য একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে উপযুক্ত পরামর্শ নিন।