Hindustan Times
Bangla

কাজ করতে বসে ওয়াইফাইয়ের স্পিড কম? পাঁচটি টিপসেই সমাধান।

রাউটার কাছে নিন: দেওয়াল ভেদ করে গেলে কানেকশন দুর্বল হবেই। 

তাই রাউটার মেশিনের কাছে বসুন। মেশনটি যতটা সম্ভব খোলা জায়গায় রাখুন।

চ্যানেল পাল্টান: চ্যানেলের সমস্যা থেকে রাউটারে সমস্যা হতে পারে।

ব্রাউজারে গিয়ে চ্যানেল পাল্টে নতুন চ্যানেলে কানেক্ট করুন।

ডিভাইস কমান: বেশি ডিভাইস ওয়াইফাইয়ে যুক্ত হলে স্পিড কমে যায়।

স্মার্ট টিভি ল্যান কানেকশনে চালান। ফোনে আলাদা রিচার্জ করুন। 

অ্যান্টেনা: অ্যান্টেনার পয়েন্ট একটু অন্যদিকে ঘুরিয়ে দিন। স্পিড বাড়তে পারে। 

কোনও উপায় কাজ না দিলে রাউটারটি আপনার অপারেটরকে দেখিয়ে নিন। হয়তো তাতেই কোনও সমস্যা রয়েছে!