Hindustan Times
Bangla

মুলতানে এক অদ্ভূত নজির গড়ল ওয়েস্ট ইন্ডিজ দল

তাঁদের ব্যাটিং অর্ডারের শেষ তিন ব্যাটার ইনিংসের সব থেকে বেশি রান করলেন

গুড়াকেশ মোতি, জোমেল ওয়ারিকান এবং কেমার রোচ  ইনিংসের সর্বোচ্চ রান করলেন

টেস্টে এই প্রথমবার ইনিংসের শেষ তিন ব্যাটার, দলের হয়ে সব চেয়ে বেশি রান করলেন

গুড়াকেশ মোতি করেন ৮৭ বলে ৫৫ রান

৪০ বলে ৩৬ রান করেন ওয়ারিকান, কেমার রোচ করেন ২৫ রান

উইন্ডিজের বাকি ৮ ব্যাটারদের মধ্যে কাভেজ হজ সর্বোচ্চ ২১ রান করেন