Hindustan Times
Bangla

শীত তো শেষ! উলের পোশাক কীভাবে কেচে তুলে রাখবেন

শীত যাওয়ার মুখে। এবার কেচে তুলে রাখতে হবে উলের পোশাক। 

তার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। না হলে উলের পোশাকের দফা রফা হবে। 

উলের পোশাক যত বেশি পরা হয়, তার থেকে তত বেশি রোঁয়া উঠতে থাকে। 

এই রোঁয়াও তুলে নিতে হয়। তাহলে পোশাক ভালো থাকে। জেনে নিন, সেই সব নিয়ম।

রেজারের সাহায্য রোঁয়া তুলে ফেলা যায়। তবে ব্লেড চালানো সময়ে খুব সাবধানে চালাবেন। 

মনে রাখবেন, উলের পোশাক পরে ঘুমোবেন না। ঘুমোলে বেশি রোঁয়া উঠবে। 

উলের পোশাক কখনও ওয়াশিং মেশিনে কাচবেন না। এতে উলের বুনন খুলে যেতে পারে। 

উলের পোশাক কাচার সময়ে গুঁড়ো সাবান ব্যবহার করবেন না। লিকুয়িড সাবান ব্যবহার করুন।

লিন্ট রিমুভার কিনতে পাওয়া যায়। উলের পোশাক কাচার সময়ে এটি ব্যবহার করতে পারেন। তাতে রোঁয়া কমবে। 

কড়া রোদে উলের পোশাক শুকোবেন না। এতে রং চটে যেতে পারে।