By Laxmishree Banerjee
Published 14 Mar, 2025
Hindustan Times
Bangla
প্রিয়জনদের এই অনন্য উপায়ে হোলির শুভেচ্ছা জানান।
সুখের মাধুর্য রঙে মিশে যাক, গুজিয়া এবং থান্ডাইয়ের সঙ্গে বিশেষ হোক।
বন্ধুদের সঙ্গে হোলি উদযাপন করুন এমনভাবে যাতে প্রতিটি মুহূর্ত স্মৃতি হয়ে ওঠে।
শ্রী রাধার রং আর গোপালের পিচকারি, ভালোবাসার রঙে রাঙিয়ে দাও পুরো পৃথিবী।
হোলির রং কোনও জাতি বা ভাষা জানে না, তোমাকে রঙে ভরা হোলির শুভেচ্ছা।
মথুরার সুবাস, গোকুলের মালা , বৃন্দাবনের সুবাস, বৃষ্টির ঝর্ণা, রাধার আশা, কৃষ্ণের প্রেম, তোমাকে হোলির শুভেচ্ছা!
ভুট্টার রুটি, লেবুর আচার, সূর্যের রশ্মি, সুখের বসন্ত, চাঁদের আলো, প্রিয়জনের ভালোবাসা, তোমাকে হোলির শুভেচ্ছা!
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন