Hindustan Times
Bangla

ওয়ার্ক ফ্রম হোম-এর কাজে বিপুল আর্থিক সাফল্য চান? বাস্তু মতে রইল কিছু টিপস

ওয়ার্ক ফ্রম হোম- এ কাজ করে বিপুল আর্থিক  সাফল্য পেতে চাইলে, রয়েছে কিছু বাস্তু টিপস।

যে ঘরে বসে অফিসের কাজ করেন, সেই ঘর কীভাবে সাজাবেন, তার ওরপরেও নির্ভর করছে এই কাজের সাফল্য। একনজরে দেখে নিন বাস্তুশাস্ত্র অনুসারে কিছু  টিপস।

যে ঘরে কাজ করবেন, সেই ঘরটি যেন বাড়ির দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে হয়। এতে পাবেন অপার সাফল্য।

যে ঘরে বসে কাজ করছেন, সেই ঘরের রঙ  যেন হালকা ক্রিম, হালকা হলুদ বা হালকা সবুজ রঙের হয়। এতে কাজের ক্ষেত্রে উত্তোরোত্তর উন্নতি হয়।

যে টেবিলে বসে কাজ করছেন, সেটি যেন দক্ষিণ পশ্চিম দিকে হয়। আপনি উত্তর পূর্ব দিকে মুখ করে বসে কাজ করলে, তাতে সাফল্য পাবেন। 

কাজের জন্য প্রয়োজনীয় তথ্যাদি রাখার জন্য জায়গা বা আলমারি দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে রাখুন। 

বাড়িতে যদি ছোট্ট অফিস রাখতে চান, তাহলে সেখানে নীল বা কালো রঙের ব্যবহার হতে দেবেন না। এতে কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।