By Sayani Rana
Published 4 Feb, 2025
Hindustan Times
Bangla
আপনিও কি অন্তর্মুখী স্বভাবের? অফিসে কথা বলতে সমস্যা হয়? মাথায় রাখুন এইসব টিপস
আপনিও যদি অন্তর্মুখী হন তবে কর্মক্ষেত্রে কথা বলা আপনার জন্যও সমস্যার হতে পারে।
Photo Credit: Pexels
তবে কয়েকটি সহজ কৌশল আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে। আর আপনিও সহজে কথাবার্তা বলতে পারেন।
Photo Credit: Pexels
সহকর্মীরা কীভাবে কথাবার্তা বলছেন সেই দিকে মনোযোগ দিন।
Photo Credit: Pexels
আরও আত্মবিশ্বাসী বোধ করতে আপনি যে বিষয়গুলি উপভোগ করেন সেগুলি সম্পর্কে কথা বলুন।
Photo Credit: Pexels
সকলের সঙ্গে মিশে যাওয়ার জন্য সকলের সঙ্গে লাঞ্চ করা বা সহকর্মীদের সঙ্গে কাজের ফাঁকে কফি খাওয়ার মতো বিষয়গুলি করতে পারেন।
Photo Credit: Pexels
কথা বলার আগে আপনি কী বলতে চান তা মোটামুটি ভাবে ভেবে রাখুন, যাতে আপনার কথা বলার ধরন পরিষ্কার হয়।
Photo Credit: Pexels
মতামত দেওয়ার আগে প্রথমে ভালো করে তাঁদের কথা শুনুন, প্রয়োজনে কিছুটা সময় নিন।
Photo Credit: Pexels
কথাবার্তা আরও ভালো করতে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন।
Photo Credit: Pexels
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন