By Suman Roy
Published 13 Feb, 2024
Hindustan Times
Bangla
বহু রকমের কন্ডোম হয়! জানতেন কি এত ধরনের প্রকারভেদের কথা
Latex Condoms: মূলত রাবার গাছ থেকে পাওয়া রাবার দিয়ে তৈরি হয় এটি।
Non-Latex Condoms: অনেকের ল্যাটেক্সে অ্যালার্জি থাকে, তাদের জন্য এটি। অন্য উপাদানে তৈরি হয় এটি।
Spermicidal Condoms: এই ধরনের কন্ডোমে ডিটারজেন্ট জাতীয় উপাদান থাকে। এটি শুক্রাণুর ক্ষমতা নষ্ট করে দেয়।
Glow-In-The-Dark Condoms: অন্ধকারে জ্বলজ্বল করে এই ধরনের কন্ডোম। অনেকে এটি ব্যবহার করে মজা পান।
Flavored Condoms: বিভিন্ন ধরনের সুগন্ধী যুক্ত হয় এই কন্ডোম। ফল বা চকোলেটের গন্ধ থাকতে পারে এতে।
Warming Condoms: ব্যবহারের সময়ে কিছুটা উষ্ণ হয়ে পড়ে এই জাতীয় কন্ডোম। এতে অনেকেই সঙ্গম বেশি উপভোগ করেন।
Thin or Ultra-Thin Condoms: এটি খুব পাতলা হয়। অনেকে মনে করেন, এতে সঙ্গম বেশি উপভোগ্য হয়ে ওঠে।
Ribbed Condoms: এর বাইরের দেওয়ালের উঁচুনীচু আকৃতির কারণে সঙ্গম আরামদায়ক হয় বলে মনে করা হয়।
Tingling Condoms: এটি ব্যবহার করলে উভয়েরই আরামদায়ক অনুভূতি হতে পারে।
Internal Condoms: একে অনেকে female condoms-ও বলেন। এটি মহিলাদের ব্যবহারের জন্য।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন