By Tulika Samadder
Published 17 Jul, 2023
Hindustan Times
Bangla
অফিসের কলিগ থেকে পাড়ার বৌদি, চ্যাটে নানা রঙের হার্ট ইমোজি দেওয়ার আগে জানুন সেগুলোর অর্থ
চ্যাট করার সময় আমরা কমবেশি সকলেই ইমোজি ব্যবহার করে থাকি। রাগ, কষ্ট, মন খারাপ, আনন্দ, প্রেম সবেতেই রয়েছে নানান প্রতিক্রিয়া।
তবে আজকাল হোয়াটস অ্যাপে থাকা নানা রঙের হার্ট ইমোিগুলি বিভ্রান্ত করে অনেককেই। বিশেষ করে যদি সেগুলির অর্থ না জানা থাকে।
তাই এবার থেকে কাউকে হার্ট ইমোজি পাঠানোর আগে, চট করে জেনে নিন কোন রঙের কী অর্থ-
লাল রঙের হার্ট ইমোজি প্রেম বা রোম্যান্সের প্রতিনিধিত্ব করে।
কমলা হার্ট ইমোজি বোঝায় দুই বন্ধুর মধ্যে প্রেম সম্পর্কিত সম্পর্ককে।
বন্ধুত্ব, সত্যিকারের ভালবাসার সঙ্গে যুক্ত হলুদ রঙের হার্টের ইমোজি।
সবুজ হার্ট ইমোজিটি সুস্বাস্থ্য এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কিত।
নীল হার্ট ইমোজি বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক।
বেগুনি হার্ট বোঝায় নিষিদ্ধ প্রেম।
কালো হার্ট ইমোজি দুঃখ ও বেদনার প্রতিনিধিত্ব করে।
সাদা হার্টের অর্থ হল প্রেম এবং স্নেহ। সমবেদনা জানাতেও এটি ব্যবহৃত হয়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন