By Abhisake Koley
Published 11 Mar, 2024
Hindustan Times
Bangla
WPL 2024 Orange Cap: এগিয়ে দীপ্তি, উইমেন্স প্রিমিয়র লিগের কমলা টুপির দৌড়ে রয়েছেন কারা?
১৮তম লিগ ম্যাচের পরে চলতি উইমেন্স প্রিমিয়র লিগে সব থেকে বেশি রান করেছেন কারা, দেখে নিন সেরা পাঁচের তালিকা।
৫. মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর করেছেন ২৩৫ রান।
৪. আরসিবির ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা করেছেন ২৪৮ রান।
৩. গুজরাট জায়ান্টসের ক্যাপ্টেন বেথ মুনি করেছেন ২৮৫ রান।
২. দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন মেগ ল্যানিং করেছেন ২৯০ রান।
১. ইউপি ওয়ারিয়র্জের দীপ্তি শর্মা করেছেন এখনও পর্যন্ত সব থেকে বেশি ২৯৫ রান।
বাংলার রিচা ঘোষ আরসিবির হয়ে মাঠে নেমে এখনও পর্যন্ত ১৯০ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন তালিকার ১০ নম্বরে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন