By Abhisake Koley
Published 18 Feb, 2025
Hindustan Times
Bangla
WPL 2025 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুইয়ে উঠলেন মন্ধনা, সেরা পাঁচে বাংলার রিচা
এবারের উইমেন্স প্রিমিয়র লিগে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান করা ৫ ব্যাটারের তালিকায় চোখ রাখুন।
১. গুজরাট জায়ান্টসের অ্যাশলেই গার্ডনার ২টি ইনিংসে ব্যাট করে সব থেকে বেশি ১৩১ রান করেছেন।
২. আরসিবির স্মৃতি মন্ধনা ২টি ইনিংসে ব্যাট করে দ্বিতীয় সর্বোচ্চ ৯০ রান সংগ্রহ করেছেন।
৩. মুম্বই ইন্ডিয়ান্সের ন্যাট সিভার ব্রান্ট ১টি ইনিংসে ব্যাট করে তৃতীয় সর্বোচ্চ ৮০ রান সংগ্রহ করেছেন।
৪. আরসিবির রিচা ঘোষ ২টি ইনিংসে ব্যাট করে চতুর্থ সর্বোচ্চ ৭৫ রান সংগ্রহ করেছেন।
৫. আরসিবির এলিস পেরি ২টি ইনিংসে ব্যাট করে পঞ্চম সর্বোচ্চ ৬৪ রান সংগ্রহ করেছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন