By Priyanka Mukherjee
Published 20 Apr, 2023

Hindustan Times
Bangla

চলে গেলেন যশ চোপড়া ঘরণী পামেলা চোপড়া, শোকের ছায়া বি-টাউনে

বয়স হয়েছিল ৭৪ বছর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। শেষরক্ষা হল না

অভিভাবকহীন আদিত্য-উদয়, শোকের দিনে চোপড়া পরিবারের পাশে বলিউডের বন্ধুরা

'প্য়াম আন্টি'র প্রয়াণের খবর পেয়েই ছেলেকে নিয়ে আদিত্যর বাড়ি ছুটে যান শাহরুখ

মামিমা-র মৃত্যুতে শোকস্তব্ধ করণ জোহর

রানি-আদিত্যর বাড়িতে দেখা মিলল দীপিকা-রণবীরের

শোকস্তব্ধ পরিবারের পাশে দেখা মিলল ভিকি-ক্যাটরিনার, যব তক হ্য়ায় জান ছবিতে যশ চোপড়ার নায়িকা ছিলেন ক্যাট

পামেলা চোপড়ার দীর্ঘদিনের বন্ধু সিমি গেরেওয়াল পৌঁছেছিলেন তাঁকে শ্রদ্ধা জানাতে

জেঠতুতো বোন রানির শাশুড়ির মৃত্যু, পৌঁছেছিলেন কাজলও

পামেলা চোপ়ড়ার শেষকৃত্যের পর ফ্রেমবন্দি উদয় চোপড়া

পামেলা চোপড়ার শেষকৃত্য়ে শামিল হন রানি, বৈভবী মার্চেন্ট, হৃতিক রোশন