Hindustan Times
Bangla

এ বছর ভারতীয়রা ভেঙেছে এই ৭ গিনেস বিশ্ব রেকর্ড

ভিসপি খারাদি- ১ মিনিটের মধ্যে সবথেকে বেশি লোহার বার বাঁকিয়ে ফেলেন। ৬০ সেকেন্ডে ২৪ টি।

হ্যান্ডস্ট্যান্ডে মুখ দিয়ে সবথেকে বেশি ওজন উত্তোলন, পারফর্মের সময় ৮০ কেজি তুলেছেন।

দীর্ঘতম চুলের মহিলা, চুলের দৈর্ধ্য ৭ ফুট ৯ ইঞ্চি

পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার দ্বারা দ্রুততম হিট, ৫৬৫ কিমি/ঘণ্টা

কল্পনা বালান নামে এক মহিলার মুখে ৩৮টি দাঁত রয়েছে। তিনি সর্বোচ্চ দাঁতযুক্ত মহিলা।

কলকাতার ১৫ বছরের এক ছেলে তৈরি করেছে সবচেয়ে বড় প্লেয়িং কার্ড স্ট্রাকচার।

পুরুষ কিশোরের লম্বা চুলও গিনিস বুকে। চুলের দৈর্ঘ্য ৪ ফুট ৯.৫ ইঞ্চি।