By
Published 1 Jun, 2023

Hindustan Times
Bangla

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির নয়নার যে ৫ কথার সঙ্গে প্রতিটা মেয়ে মিল খুঁজে পায়। 

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির ১০ বছর পূর্ণ হল! বন্ধুত্ব যাপন থেকে প্রেমে পড়া তথা দেশ বিদেশে ঘুরে বেড়ানোর এক ফাটাফাটি গল্পের ১০ বছর পূর্ণ হয়ে গেল। 

এই ছবির ১০ বছর পূর্তি উপলক্ষ্যে দীপিকা একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। নয়নার চরিত্র আজও সবার মনে গেঁথে আছে।

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির একাধিক ডায়লগ আজও দর্শকদের মনে আছে। নয়নার বলা কোন কথাগুলো আজও জনপ্রিয় বা সকলেই রিলেট করতে পারে? দেখুন।

'জিতনা ভি ট্রাই কারো, কুছ না কুছ তো ছুটেগা হি। ইসলিয়ে ইয়াহি ইসি পল কা মাজা লেতে হ্যায়।'

'কভি কভি কুছ বাতে হামারে ইয়াদো কে কামরে মে ইতনি খিড়কিয়া খোল দেতি হ্যায় কি হাম দং রেহ যাতে হ্যায়।'

'মুঝে তুমসে পেয়ার হো জায়েগা, ফির সে। অউর তুমহে নেহি হোগা, ফির সে।'

'ইয়াদে মিঠাই কে ডিব্বে কী তারাহ হোতি হ্যায়, এক বার খুলা তো সির্ফ এক টুকরা নেহি খা পাওগে।'

'তুম জানতে নেহি কী আপনে পুরানে দোস্তো কে সাথ বৈঠ কে ওয়াহি পুরানে কিসসে দোহরানা কেয়া হোতা হ্যায়।'

আরও খবর পড়তে ক্লিক করুন।