By Laxmishree Banerjee
Published 15 Jan, 2025
Hindustan Times
Bangla
দাঁতের হলদে ভাব দূর হবে, এইভাবে ব্যবহার করুন সরষের তেল।
অনেক সময় দাঁতে ময়লা জমে দাঁত হলুদ হয়ে যাওয়ার সমস্যা শুরু হয়।
আসুন জেনে নেই দাঁতের হলদে ভাব দূর করতে সরষের তেল কীভাবে ব্যবহার করবেন?
অনেক প্রতিকার আছে যা দাঁত সাদা করতে সাহায্য করতে পারে। এ কারণে দাঁত সংক্রান্ত রোগ হওয়ার আশঙ্কা থাকে না।
আপনারও যদি দাঁতে হলুদ ভাব থাকে, তাহলে তা দূর করতে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এর ব্যবহারে দাঁত সাদা হতে শুরু করে।
দাঁতের হলদে ভাব দূর করতে সরষের তেলে আধা চা চামচ হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি দাঁতে ঘষলে দাঁত সাদা হতে শুরু করে।
দাঁত হলুদ হয়ে গেলে সরষের তেলে নুন মিশিয়ে দাঁতে লাগান। ব্রাশের সাহায্যে দাঁতে ঘষলে হলুদ ভাব দূর হয়।
দাঁতের হলদে ভাব দূর করতে হালকা গরম জলে সরষের তেল মিশিয়ে দাঁতে লাগান।
সরষের তেলের সঙ্গে নুন মিশিয়ে দাঁতে মালিশ করলে পোকা দূর হয়। সেই সঙ্গে দাঁত সাদা থাকে এবং ক্ষয় হওয়ার আশঙ্কা থাকে না।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন