Hindustan Times
Bangla

শীতে নিশ্চিন্তে খান কলা! শুধু মাথায় রাখুন এই নিয়মগুলি

অনেকেই আছেন যারা সকালে একটি করে কলা খেয়ে থাকেন। কিন্তু শীতে এই ফল ডায়েটে রাখা কি আদৌ যুক্তিযোগ্য?

কলায় পাওয়া যায় পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, ভিটামিন-সহ নানা পুষ্টিগুণ। হাড় মজবুত রাখতে, হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এই ফলের জুরি মেলা ভার। 

ঠান্ডার সময় সূর্যের আলোর ঘটাতি থাকায় অনেকের শরীরের ভিটামিন ডি-এর অভাব তৈরি হয়। এমন অবস্থায় হাড় মজবুত রাখতে সাহায্য করে কলা। 

শরীরে চট করে এনার্জি যোগাতেও কলা দারুণ কাজে আসে। বিশেষ করে সকালে। 

কাশি, সর্দি, সাইনাস, হাঁপানির মতো ব্যক্তিদের ক্ষেত্রে কলা শ্লেষ্মা বা কফ তৈরি করতে পারে। গলা খুসখুস বা ফুসফুসের সমস্যারও কারণ হতে পারে। এই সমস্ত ব্যক্তিরা রাত্রে কলা খাওয়া এড়িয়ে চলুন। 

কলা দিয়ে তৈরি ঠান্ডা স্মুদি খাবেন না। বা ফ্রিজে রাখা ঠান্ডা কলাও খাবেন না। কলাকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় খান।

গরম পানীয়ের সঙ্গেও (যেমন দুধ) খেতে পারেন কলা।