By Tulika Samadder
Published May 13, 2023

Hindustan Times
Bangla

এই টিপস ফলো করে ঘরেই তৈরি করুন ক্যাফের মতো কোল্ড কফি

গরমে আরাম দিতে পারে কোল্ড কফিতে এক চুমুকই। তবে তার জন্য বারবার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই। 

এবার ঘরেই তৈরি করুন রেস্তোরাঁর মতো কোল্ড কফি। 

কী কী লাগবে? ৪ কাপ দুধ, ৪ চা চামচ কফি পাউডার, ২ চা চামচ কোকো পাউডার,  ৪ চা চামচ চকোলেট সিরাপ, স্বাদমতো চিনি, বরফের টুকরো

প্রথমে ব্লেন্ডারের সাহায্যে কফি, চিনি আর বরফের টুকরো ব্লেন্ড করে নিন। 

ভালো করে ব্লেন্ড করতে থাকুন যতক্ষণ না কফি ক্রিমি হয়ে যাচ্ছে। 

চকোলেট সিরাপ দিয়ে কফির গ্লাসের ভিতরটা সাজিয়ে নিন। 

এবার সেই গ্লাসে কয়েকটা আইস কিউব রাখুন।