কারি পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের জন্য ভীষণ উপকারী।
pixabay
সঙ্গে কারি পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণে সমৃদ্ধ।
pixabay
সঠিকভাবে ব্যবহার করলে কারিপাতা স্কিন টোন উজ্জ্বল করে।
pixabay
সঙ্গে এটি প্রদাহ কমায়।
pixabay
সঙ্গে এই শীতকালে কারি পাতা ত্বককে ময়েশ্চারাইজও করে।
pixabay
কারি পাতা এবং মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে মাখতে পারেন। এক মুঠো কারিপাতা নিয়ে পেস্ট বানান। এবার তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মাখুন। পনের থেকে বিশ মিনিটের জন্য রেখে দিন, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন।
pixabay
কারি পাতা ও হলুদের ফেসপ্যাকও ভীষণ উপকারী। এক্ষেত্রেও কাঁচা হলুদ আর কারি পাতা একসঙ্গে বেটে মুখে লাগান। এটি ব্রণ কমাতেও সাহায্য করবে।