By Tulika Samadder
Published 11 Feb, 2025
Hindustan Times
Bangla
হাতে মাত্র ৫ হাজার? ঘুরে আসুন কলকাতার কাছের এই সমুদ্র পাড় থেকে
শনি-রবিবারের সঙ্গে আর কটা দিন মিলিয়ে অনেকেই বেরিয়ে পড়েন সপ্তাহান্তে।
শীতের সময় সমুদ্রের ধারে ছুটি কাটানোর মজাই আলাদা।
আপনারও যদি পকেটে টান থাকে, সঙ্গে আবার ঘুরতে যাওয়ারও শখ হয়, চলে যান বাড়ির কাছের এই সমুদ্র সৈকতে।
ওড়িশার জগৎসিংপুরের সিয়ালি সি বিচ (Siali Beach) ধীরে ধীরে প্রচার পাচ্ছে ট্যুরিস্টদের মুখে-মুখে।
চারিদিকে জল আর জল। আর তারই পাশে দিগন্ত বিস্তৃত ঝাউ বনের সারি। আর কীচাই বলুন!
কলকাতা থেকে ট্রেনে করে চলে যান ভুবনেশ্বর। সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে জগৎসিংপুরে। এখানেই রয়েছে সিয়ালী সমুদ্র সৈকত।
থাকার জন্য ছোট-বড় বেশ কিছু হোটেল বা রিসর্ট পেয়ে যাবেন। আর দামও বেশ পকেটফ্রেন্ডলি।
ক্লিক করুন
ঘুমের সময় স্বপ্ন দেখা, খুব সাধারণ ব্যাপার। যদিও স্বপ্নবিজ্ঞান দাবি করে যে, প্রতিটা স্বপ্নের একট পৃথক অর্থ রয়েছে।
এর মধ্যে কিছু আপনার মনে থাকে, কিছু আপনি ভুলে যান। শুনলে অবাক হবেন, এই সব স্বপ্নের রয়েছে শুভ ও অশুভ ইঙ্গিত।
চলুন জেনে নেওয়া যাক, পদ্মফুল দেখা শুভ নাকি অশুভ।
আপনি যদি স্বপ্নে পদ্ম দেখেন, তবে এটি আপনার জন্য খুব শুভ বলে ধরা হয়।
স্বপ্নে পদ্ম দেখার অর্থ হল, শীঘ্রই আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে।
আর স্বপ্নে লাল পদ্ম দেখার অর্থ হল, আপনি আপনার সঙ্গীর থেকে প্রচুর ভালোবাসা ও সমর্থন পাবেন।
আর গোলাপি পদ্ম দেখা মানে, দেবী লক্ষ্মী আপনার উপরে প্রসন্ন।
এছাড়া পদ্ম ফুলের স্বপ্ন ব্যাবসা বা চাকরিতে উন্নতির দিকে নির্দেশও দেয়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন